ইশ্বর হয়তো চাননি, তাই আমাদের প্রেম পূর্ণতা পায়নি: মনির খান

মনির খানের তুমুল জনপ্রিয় গান ‘অঞ্জনা’। এই গান মনির খানের ট্রেডমার্ক। মনির খানের অধিকাংশ অ্যালবামে অঞ্জনার কথা ঘুরেফিরে এসেছে। এই শিরোনামে তিনি একাধিক গান গেয়েছেন।

ফলে অঞ্জনাকে নিয়ে ভক্তদের রয়েছে বাড়তি কৌতূহল। ভক্তদের অনেকে মনে করেন- অঞ্জনা মনির খানের হারিয়ে যাওয়া প্রেমিকা! সারাদেশে প্রচুর ভক্ত রয়েছে মনির খানের।

মনির খানের বাস্তবের অঞ্জনা নাকি সৌদি প্রবাসী। স্কুলজীবনে অঞ্জনার প্রেমে পড়েন মনির খান। তিনি বলেছিলেন, ‘পাশাপাশি স্কুলে অঞ্জনা পড়তো ক্লাস সেভেন-এ। আমি নাইন-এ। আমাদের প্রেম আসলে সেভাবে প্রপোজ করে হয়নি। একসঙ্গে চলাফেরা; এর মধ্যে দিয়ে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয় দুজনের মধ্যে।

এখন প্রেম-ভালোবাসা কমার্শিয়াল লাইনে চলে গেছে। কে কতটুকু পাচ্ছে- এ নিয়ে হিসাব হয়। তখন এমন ছিল না। রিয়েল লাভ তখন ছিল। যদিও আমাদের দুজনের স্বপ্ন পূরণ হয়নি। ঈশ্বর হয়তো চাননি, তাই আমাদের প্রেম পূর্ণতা পায়নি।’

ব্যক্তিগত জীবনে মনির খান বিয়ে করেছেন তাহমিনা আক্তার ইতি ও দুই সন্তান নিয়ে সুখেই আছেন। ভালোবাসা দিবসে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে মনির খান লিখেছেন, ‘অঞ্জনা আমি তোমার জন্য বারোমাস হবো ভ্যালেনটাইন।’

১৯৯৬ সালে ‘তোমার কোন দোষ নেই’ শিরোনামের একক অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন মনির খান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দীর্ঘ সময় নিয়ে সংগীতের পেছনে পরিশ্রম ও জাদুকর কণ্ঠের মাধ্যমে বাঙালি জাতির হৃদয়ে ঠাঁই করে নেন মনির খান। এরপর শ্রোতাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে ধারাবাহিকভাবে গান করেছেন।

শ্রোতাদের হৃদয়ের আবেগ-অনুভূতি আর হৃদয়ের কথা এ শিল্পীর গানের কথায় ফুটে উঠে। সেই সঙ্গে ‘অঞ্জনা’ শিরোনামে গানের জন্যও দেশ-বিদেশে বাঙালিদের কাছে জনপ্রিয়তা রয়েছে তার।