এবার প্রেমের টানে মহেশখালীতে থাইল্যান্ডের তরুণী

প্রেম মানে না কোনো স্থান, মানে না কোনো বাধা চিরায়ত এই সত্যটি আরও একবার প্রমাণ করলেন থাইল্যান্ডের তরুনী তানিদা ও মহেশখালীর যুবক রাজ ওসমান।

সমপ্রতি শুধুমাত্র নিজের ভালোবাসার জন্য সুদূর থাইল্যান্ড থেকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে এসেছেন তানিদা । মনের মানুষকে পেতে গত ১২ ডিসেম্বর সকল আইনি প্রক্রিয়া শেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

তার বর্তমান নাম খাদিজাতুল কুবরা। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মাতারবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা জাবের আহমদ সওদাগরের ছেলে রাজ ওসমান খানের সঙ্গে। বর্তমানে রাজ ওসমান খানের বাড়িতেই অবস্থান করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাতারবাড়ীর তরুণ রাজ ওসমান খানের সঙ্গে তানিদার পরিচয় হয়।

পরবর্তীতে সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। পরবর্তীতে তারা পরিবারের সম্মতিতে বিয়ে করার সিদ্ধান্ত নেন। আর সেই জন্যই তানিদা সুদূর থাইল্যান্ড থেকে চলে আসেন মাতারবাড়ীতে। ওসমানের পরিবারের লোকজনও বিষয়টি শুনে তাদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে থাইল্যান্ডের মেয়ে মাতারবাড়ীতে আসায় স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই এই দম্পতিকে দেখতে ভিড় করছেন ওসমানের বাড়িতে।