মেসির হাতেই বিশ্বকাপ ট্রফি উঠুক, চান ব্রাজিলের কাফু

এবার ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কাফুও চান কাতার বিশ্বকাপটা উঠুক লিওনেল মেসির হাতে। কাফু বলেছেন, ‘আমি আগে মেসির সমর্থন করব, এরপর আর্জেন্টিনা।

মেসিকে কেন চ্যাম্পিয়ন হতে দেখতে চাইব না। ব্রাজিল নেই। আমি তো মেসিরই সমর্থন করব।’

কেন মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান সেই ব্যাখ্যাও দিয়েছেন কাফু। তিনি বলেন, ‘দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটছে তার। প্রথম ম্যাচটা হারের পর আর্জেন্টিনা দল আর তার অনেক সমালোচনা হয়েছে। অনেকে তো তাদের বিশ্বকাপ থেকে ছিটকেই দিয়েছিল। এরপর মেসি সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়।’

এদিকে ব্রাজিলের সাবেক ডিফেন্ডার কাফুর মতে এবারের আর্জেন্টিনার শক্তির জায়গা রক্ষণভাগ। নিকোলাস ওতামেন্দি-মার্কোস আকুনিয়াদের রক্ষণ দেখে মুগ্ধ ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।

এ সময় কাফু বলেছেন, ‘রক্ষণ, আর্জেন্টিনার রক্ষণ এবার খুব, খুব নিখুঁত। তারা জমাট রক্ষণ করছে। ফাইনালে ফরাসিদের জন্য একটা গোল করাই কঠিন হবে।’