ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের অর্গান নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলার ছাগলনাইয়া উপজেলার মটুয়া এলাকার এক নারী এমন শিশুর জন্ম দিয়েছেন।
জানা যায়, শিশুর মা তাসলিমা আক্তারের প্রসব যন্ত্রণা শুরু হলে সকালে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান তার শ্বশুর-শাশুড়ি। নার্সরা তাসলিমার স্বাভাবিক ডেলিভারি করান। পরে তারা দেখতে পান শিশুটি পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন শিশুটিকে দেখতে ভিড় জমায়।
ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম জানান, প্রসব যন্ত্রণা নিয়ে ছাগলনাইয়ার এক নারী হাসপাতালে ভর্তি হলে নরমাল ডেলিভারির প্রস্তুতি নেওয়া হয়।
সকাল ৮টা ১৫মিনিটে সন্তান প্রসব হলে ওই নবজাতকের মধ্যে পুরুষ-স্ত্রী উভয় লিঙ্গের অর্গান দেখা যায়। উভয় লিঙ্গের শিশুর জন্মের পর দায়িত্বরত সবার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আমাদের জন্য প্রথম অভিজ্ঞতা।
হাসপাতালের মেডিকেল এসিস্ট্যান্ট সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের অর্গান নিয়ে জন্ম গ্রহণ করেছে৷ বর্তমানে মা ও সন্তান ভালো আছেন। উভয় লিঙ্গের শিশুটির জটিল সার্জারির প্রয়োজনে ঢাকা বা চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হতে পারে।