চঞ্চল চৌধুরীকে নিয়ে নিপুণের মন্তব্য পাগলের প্রলাপ: জায়েদ খান

বাংলা চলচ্চিত্রের নাম উজ্জ্বল করেছেন এমন অভিনেতাদের মধ্যে চঞ্চল চৌধুরী অন্যতম। তিনি বড়পর্দা ও ছোটপর্দার যেমন জনপ্রিয় অভিনেতা ঠিক তেমনি ওটিটির জগতেও বাংলাদেশ কাঁপিয়ে ভারত জয় করেছেন তিনি।

সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টভ্যালে বলিউডের শাহরুখ অমিতাভ বচ্চনদের মত তারকাদের সাথে একই মঞ্চ ভাগ করেছেন চঞ্চল। সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সয়লাব।

একই মঞ্চে সম্মাননা গ্রহণ করলেন দেশের জনপ্রিয় এই অভিনেতাও। এতে বাংলাদেশিরা গর্বিত। প্রসংশায়ও ভাসাচ্ছেন মনপুরা খ্যাত এই অভিনেতাকে। এদিকে, আন্তর্জাতিক পর্যায়ে সম্মাননা পাওয়ার পর সেটাকে চলচ্চিত্র শিল্পী সমিতির অবদান বলে সাংবাদিকদের কাছে দাবি করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অভিনেত্রী নিপুণ আক্তার। অথচ চঞ্চল চৌধুরী শিল্পী সমিতির সদস্যই না।

নিপুণ দাবি করেন, ‘এক বছরের সাফল্য চোখের সামনে। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো শিল্পী অমিতাভ বচ্চন, শাহরুখ খানের পাশে দাঁড়াতে পারেননি। কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের হয়ে চঞ্চল চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছেন। এটা আমাদের অর্জন।’ চঞ্চলের সদস্য না হওয়ার জন্য শিল্পী সমিতির আগের প্যানেলকে দায়ী করার পর এবার এ নিয়ে মুখ খুলেছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। নিপুণের প্রতিক্রিয়া এই অভিনেতাকে ক্ষুব্ধ করেছে।

জায়েদ বলেন, ‘চঞ্চল চৌধুরী আন্তর্জাতিক পর্যায়ে সম্মাননা পেয়েছেন এটা অবশ্যই আমাদের জন্য গর্বের। কিন্তু এটাকে পুঁজি করে নিজেদের ক্রেডিট বাড়ানোর মতো কিছু না। এটা তার একান্ত ব্যক্তিগত অর্জন সাথে দেশের অর্জন। কিন্তু এটা শিল্পী সমিতির অর্জন কিভাবে হয়? এটা কখনওই শিল্পী সমিতির অর্জন হতে পারেনা।’

এই অভিনেতা আরও বলেন, ‘নিপুনের বক্তব্য একদম পাগলের প্রলাপ। তার কথার বিন্দুমাত্র ব্যালান্স নেই। কোথায় কি বলতে হয় তা তিনি জানেন না। চঞ্চল চৌধুরী শিল্পী সমিতির সদস্য না হলে সেই দোষ তিনি আমাদের প্যানেলের উপর কিভাবে চাপান? আমরা তো সবাইকে অ্যাপ্রোচ করেছি সদস্য হওয়ার জন্য।’