শাকিবের ‘ধর্ষণের শিকার তরুণীকে আমরা প্রকাশ্যে আনছি’, দাবি অস্ট্রেলিয়া প্রবাসী চিকিৎসকের

সম্প্রতি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ করেন অস্ট্রেলিয়া প্রযোজক রহমত উল্লাহ।

তবে এই অভিযোগ অস্বীকার করে এর বিপরীতে ওই প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা করতে শনিবার গুলশান মডেল থানায় গিয়েছিলেন এই চিত্রনায়ক। তবে সেই মামলা নেয়নি থানা। এরপর রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) শরণাপন্ন হন তিনি।

এরই মাঝে শাকিবের বিরুদ্ধে উঠা ‘ধর্ষণ’ অভিযোগ নিয়ে বিস্ফোরক দাবি করলেন অস্ট্রেলিয়া প্রবাসী একজন চিকিৎসক ও লেখক। সোমবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আবুল হাসনাৎ মিল্টন নামে সেই চিকিৎসক দাবি করেন, শাকিবের বিরুদ্ধে পুলিশের নথিপত্রে ধর্ষণ পরবর্তী মেডিক্যাল রিপোর্টসহ সব লিপিবদ্ধ আছে এবং এই মামলার এখনো শেষ হয়নি।

তিনি এও দাবি করেন, শাকিব খানের কারণে ধর্ষিত তরুণীর সংসার ভেঙ্গেছে এবং ধর্ষণের শিকার তরুণীকে শিগগিরই সামনে আনবেন।

দীর্ঘ সেই ফেসবুক স্ট্যাটাসে শাকিব খানকে ধর্ষক উল্লেখ করে ও তার গ্রেপ্তার চেয়ে ওই চিকিৎসক লেখেন, ‘সম্প্রতি বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম শীর্ষ নায়ক শাকিব খানের বিরূদ্ধে সিডনিতে একজন তরুণীকে ধর্ষণ এবং অগ্নিপথ নামক নির্মিতব্য চলচ্চিত্রের শিডিউল ফাঁসানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি নির্মিতব্য এই ছবির অন্যতম প্রযোজক রহমত উল্লাহ এ ব্যাপারে ঢাকায় গিয়ে অভিযোগ করেছেন।

‘সিডনিতে শাকিব খান কী করেছিলেন সেটা আমরা অনেকেই জানি। এসব অভিযোগের প্রেক্ষিতে তিনি সিডনি থেকে একরকম পালিয়েই গিয়েছিলেন। সিডনিতে পুলিশের সঙ্গে হোটেলে কী ঘটেছিল, এটা নিশ্চয়ই শাকিব খান ভুলে যাননি। ধর্ষিত তরুণী মানসিক যন্ত্রণা ও সামাজিক বিড়ম্বনার প্রেক্ষিতে অনেক কিছুই তখন করেননি। তবে পুলিশের নথিপত্রে ধর্ষণ পরবর্তী মেডিক্যাল রিপোর্টসহ সব লিপিবদ্ধ আছে এবং এই মামলার এখনো পরিসমাপ্তি ঘটেনি। বাংলাদেশের একজন নায়কের কথা ভেবে তখন অনেকেই এ নিয়ে আর উচ্চবাচ্যও করেননি।’

তিনি লেখেন, ‘শাকিব খানের লাম্পট্যের কারণে ধর্ষিত তরুণীর সংসার ভেঙ্গেছে, প্রচুর লোকসানের সম্মুখীন হয়েছেন নির্মিতব্য চলচ্চিত্রে অর্থলগ্নীকারি মানুষগুলো। এতকিছু করার পরেও ঢাকায় তার লম্ফঝম্ফ দেখে আমরা হতবাক। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার একজন সম্মানিত নাগরিক ও অগ্নিপথ চলচ্চিত্রের অন্যতম প্রযোজক রহমত উল্লাহকে ঢাকায় অবস্থানকালে নানাভাবে হুমকি দিয়েই ক্ষান্ত হননি, তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসকে দিয়ে নানাভাবে ঘটনা চাপা দিতে চেয়েছেন।

‘পত্রিকায় দেখলাম, রহমতউল্লাহ ঢাকা ছেড়ে সিডনি চলে আসার পর শাকিব খান এখন তাকে মিথ্য মামলা দিয়ে নাজেহাল করার চেষ্টা করছেন। তার এই স্পর্ধা দেখে আমরা যুগপৎ বিস্মিত ও ব্যথিত।’

অস্ট্রেলিয়া থেকে তারা এই ঘটনার উপর নজর রাখছেন উল্লেখ করে তিনি লেখেন, ‘অবিলম্বে ধর্ষণের শিকার তরুণীকে আমরা প্রকাশ্যে আনছি। সেই সঙ্গে তথাকথিত নায়ক শাকিব খানকে অবিলম্বে গ্রেপ্তারে করার জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’