হালের ক্রেজ অভিনেত্রী পূজা চেরি। অভিনয়গুনে অনেক আগেই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। প্রেক্ষাগৃহে তার সিনেমা মুক্তি পেলেই ভিড় বাড়ে দর্শকদের।
জনপ্রিয় এ চিত্রনায়িকা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে মাঝে মাঝেই ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয়ে আপডেট জানিয়ে থাকেন। পাশাপাশি নিজের নতুন নতুন ছবি ও ভিডিও-ও পোস্ট করেন তিনি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় ফেসবুক ভেরিফায়েড পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন পূজা। ছবিতে কালো শাড়িতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন।
গলায় রুপালি রঙের চোকার, কানে দুল ও ম্যাচিং করা চুরি। সঙ্গে খোপায় সাদা ফুল, কপালে ছোট্ট কালো টিপ ও হালকা মেকআপে দারুণ দেখাচ্ছে নায়িকাকে।
‘দহন’ এর নায়িকা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হৃদয়ে রয়েছ গোপনে, বাসনা বসে মন অবিরত…।’ এখানেই শেষ নয়। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি কালো রঙের লাভ ইমোটিকন।
অভিনেত্রীর পোস্টটি মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। ইতোমধ্যে প্রায় পঞ্চাশ হাজার রিঅ্যাকশন ও প্রায় তিন হাজার মন্তব্য পড়েছে সেখানে। মন্তব্যের অধিকাংশই প্রশংসামূলক।