ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। আপাতত শুটিংয়ে মনোযোগী হয়েছেন এ নায়ক।
কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব জায়েদ খান। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এ ছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের নিজের ব্যক্তিজীবন নিয়েও আপডেট দেন এ নায়ক।
রোববার (২২ জানুয়ারি) বিকেলে ফেসবুকে নিজের কয়েকটি ছবি পোস্ট করে জায়েদ খান লিখেছেন, ‘যোগ্যরা কাজে ব্যস্ত, অযোগ্যরা সমালোচনায়।’ মুহূর্তেই তার সেই স্ট্যাটাসটি নেটিজেনদের নজর কেড়েছে। মন্তব্যের ঘরে অনেকেই তাদের যুক্তি উপস্থাপন করে চলেছেন।
সম্প্রতি পিরোজপুরে ‘সোনার চর’ সিনেমার শেষ লটের শুটিংয়ে ব্যস্ত সময় পার করেছেন জায়েদ খান। সেখান থেকে প্রতিনিয়ত ছবি পোস্ট করে অনুরাগীদের সিনেমাটির অগ্রগতি নিয়ে আপডেট জানিয়েছেন। এই শীতের সকালেও কাদামাটিতে মিশে গিয়ে শুটিং করেছেন তিনি। এক্সেল ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন।