উপনির্বাচনে অংশে নেয়ার পর নির্বাচনী বিষয়ে কয়েকদিন আলোচনায় ছিলেনে আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরপর এক শিক্ষকের কাছ থেকে গাড়ি উপহার পেয়ে অ্যাম্বুলেন্স তৈরির ঘোষণা দিয়ে মানবসেবায় এগিয়ে আসার কথা জানান।
আরও জানান, নিজ নামে ফাউন্ডেশন করবেন তিনি। ঘোষণার কয়েক দিনের মধ্যে ‘হিরো আলম ফাউন্ডেশন’ গড়েন তিনি। ইতোমধ্যে এর কার্যক্রমও শুরু করেছেন। এবার সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমবার সহায়তা করলেন আলোচিত এই ব্যক্তি।
বুধবার (২২ ফেব্রুয়ারি) ফেসবুক ভেরিফায়েড পেজে ছবি পোস্ট করে ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ সহায়তার কথা জানান হিরো আলম।
তিনি ফেসবুক পোস্টে লেখা, ‘হিরো আলম ফাউন্ডেশনের সৌজন্যে সিলেট বাদাগাট নিল গাওয়ের কতুব উদ্দিনের পরিবারকে ঘর উঠানোর জন্য নগদ অর্থ প্রধান করলেন হিরো আলম।’
এ বিষয়ে হিরো আলম বলেন, আজ সকালের দিকে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহায়তা দেয়া হয়েছে। আমরা আগামীতে এভাবে আরও মানুষের পাশে দাঁড়াব। তবে সহায়তা করলেও অর্থের পরিমাণ জানাননি হিরো আলম। বলেন, আমরা টাকার অংকের পরিমাণ প্রকাশ করতে চাচ্ছি না। সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি।