নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। যার নাম ‘এক্সকিউজ মি’। নির্মাণ করছেন রায়হান খান।
আর এই সিনেমায় প্রথমবারের মতো জিয়াউল রোশানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ভাবনা। বুধবার রাজধানীর একটি হোটেলে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
যেখানে সিনেমার নির্মাতা, প্রধান দুই অভিনয়শিল্পীসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভাবনা জানান, কাজের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনায় থাকতে পছন্দ করেন না তিনি।
অভিনেত্রী বলেন, ‘আমার কাজ অভিনয় করা। আমি অভিনয় নিয়েই আলোচনায় থাকতে পছন্দ করি।’
এক প্রশ্নের উত্তরে ভাবনা বলেন, ‘যেখানে আপনার প্রশ্ন বলতেই ঝামেলা হচ্ছে, সেখানে আমি কিভাবে আনন্দ পেতে পারি? আমি এসব কটূ কথায় ভীষণ কষ্ট পাই, এখানে তো আনন্দ পাওয়ার কিছু নেই। যেখানে আপনি প্রশ্ন করতেই অস্বস্তি বোধ করছেন সেখানে আমি আনন্দ পেতে পারি না। আমি ভীষণ ভীষণ রকমের কষ্ট পাই। কিন্তু দমে যাই না।’
শরীর নিয়ে বিভিন্ন সময় কটূক্তির মুখে পড়া নিয়েও মুখ খোলেন এই অভিনেত্রী। তার কথায়, ‘আমার গাল মোটা নাকি আমি মোটা, সেসব নিয়ে একদম ভাবতে পছন্দ করি না। অভিনয় নিয়ে এতো ব্যস্ত থাকি যে এসব নিয়ে ভাবতেই চাই না। আমি মনে করি অভিনয়শিল্পী হিসেবে আমাদের অনেক কাজ করা দরকার।’
ভাবনা আরও বলেন, ‘কে আমাকে নিয়ে বাজে কথা লিখল, কে সমালোচনা করল এসব যদি দেখতে যাই, তাহলে এতো সময় চলে যাবে যে পরেরদিন ঘুম থেকেই উঠতে পারবো না। কাঁদতে কাঁদতেই দিন চলে যাবে। সো ওসব আমার দেখার সময় নেই। ওসব নিয়ে কেউই আমরা মাথা ঘামাই না, কিন্তু মানুষ হিসেবে ডেফিনেটলি আমাদের খারাপ লাগবে, যেহেতু বোধশক্তি আছে।’
খণ্ড ও ধারাবাহিক মিলিয়ে ১৭০টি নাটকের পরিচালক রায়হান খান, হাজারের ওপরে নাটকে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন রায়হান খান। অসংখ্য বিজ্ঞাপনচিত্রে তিনি চিত্রগ্রাহক হিসেবে কাজ করলেও এবারই প্রথম সিনেমা বানাতে যাচ্ছেন এই পরিচালক। গত বছরের প্রশংসিত চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’–এর চিত্রনাট্যকার ছিলেন রায়হান খান।
নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘এক্সকিউজ মি’ সম্পর্কে নির্মাতা রায়হান খান বলেন, ‘ভাবনার সঙ্গে একাধিক নাটকে কাজ করা হয়েছে। সে আগেই পরীক্ষিত। তা ছাড়া আমার এই সিনেমার চরিত্রটি একজন আহ্লাদী মেয়ের, যা ভাবনার সঙ্গে মানানসই। অন্যদিকে “অপারেশন সুন্দরবন” সিনেমায় রোশানের অভিনয় দেখে খুব ভালো লেগেছে। ভাবনার সঙ্গেও মানাবে তাকে। তাই এই দুজনকে আমার ছবির জন্য সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।’
রায়হান খান আরও বলেন, ‘নায়ক বা নায়িকা নয়, সিনেমায় গল্পই সবচেয়ে শক্তিশালী চরিত্র। আর সেটি সুন্দর উপস্থাপনে সব শ্রেণির মানুষের কাছে পৌঁছাতে পারলেই আমরা সার্থক। সঠিকভাবে আমি গল্পটা বলার চেষ্টা করব।’