ভিক্ষুক থেকে হঠাৎ করেই কোটিপতি ১০ বছরের শিশু!

২০১৯ সালের শেষ দিকে বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করে করোনাভাইরাস। সংক্রমণটিতে প্রাণ হারায় বিশ্বের অসংখ্য মানুষ ।

এই করোনায়ই মৃত্যু হয় ১০ বছরের শিশু শাহজেবের মায়ের। আর মায়ের মৃত্যুর পরে জীবন কঠিন হয়ে পড়ে শাহজেবের!

বাধ্য হয়েই ভিক্ষা করেন তিনি। কিন্তু হঠাৎই লাখ লাখ টাকার সম্পত্তির মালিক বনে যান এই শিশু। অবিশ্বাস্য হলেও সত্য। এমনটাই হয়েছে ভারতে।

সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির দাদা মারা যাওয়ার আগে নিজের সম্পত্তির অর্ধেক উইল করে দিয়েছিলেন তাকে (শিশু শাহজেব)। উইল করার পরই শাহজেবকে খোঁজা শুরু করেন তার স্বজনরা। মবিন নামের এক যুবক কালিয়ারের রাস্তায় দেখে চিনতে পারেন শিশুকে। ওই যুবক শিশুটিকে তার ছোট দাদার পরিবারকে বিষয়টি জানান এবং পরে শিশুকে সাহারানপুরে নিয়ে যান।

এছাড়া একাধিক ভারতীয় গনমাধ্যম সূত্রে জানা যায়, শিশুর গ্রামে পৈতৃক বাড়ি ও পাঁচ বিঘা জমি রয়েছে। তার মা ইমরানা উত্তর প্রদেশের সাহারানপুরে জেলার পান্ডোলি গ্রামে থাকতেন। তার স্বামীর মৃত্যুর পরে শ্বশুর বাড়ির সঙ্গে দ্বন্দ্বের কারণে ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যান।

এরপর ছেলে শাহজেবকে নিয়ে কালিয়ারে থাকতে শুরু করেন।শাহজেবের দাদা মোহাম্মদ ইয়াকুব প্রায় দুই বছর আগে মারা যান। মা কালিয়ারে চলে যাওয়ার আগে তার বাবা নাভেদ মারা যান।

পরবর্তীতে শিশু শাহজেবকে তার আত্মীয়রা খুঁজতে থাকেন। আবার তার মা করোনায় মারা যান। জীবন আরও কঠিন হয়ে পড়ে শাহজেবের। শাহজেবের আত্মীয়রা তাকে খুঁজে পেতে তার ছবি সোশ্যালে পোস্ট করে এবং পুরস্কার ঘোষণা করে। পরে মবিন নামের যুবক কালিয়ার রাস্তায় শাহজেবকে দেখে তার মায়ের ও গ্রামের নাম জিজ্ঞেস করে পরিচয় নিশ্চিত হয়।