‘নাটু নাটু’ গানে নেচে ঝড় তুলল দ. কোরিয়ার দূতাবাসকর্মীরা, নজর কাড়ল মোদির (ভিডিও)

এস এস রাজমৌলি পরিচালিত ‘আরআরআর’ সিনেমা বিশ্বমঞ্চে প্রশংসিত। বলিউডের এই সিনেমায় ইতোমধ্যে গোল্ডেন গ্লোবস, ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড জিতেছে।

এছাড়া অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেও মনোনয়ন পেয়েছে সিনেমাটি। আর বর্তমানে সিনেমার ‘নাটু নাটু’ গান এখন ট্রেন্ডে।

এই গানের তালে অসংখ্য মানুষ নেচেছেন। মাতিয়েছেন অনেক অনুষ্ঠান। সেই ধারাবাহিকতার কাতারে এবার নাচলেন দক্ষিণ কোরিয়ার দূতাবাসের কর্মীরা। আবার ওই নাচের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্প্রতি ভারতের কোরিয়ান দূতাবাসের অফিশিয়াল টুইটার পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়। সেখানে দেখা যায়, দূতাবাসের কর্মীদের সঙ্গে কোরিয়ান রাষ্ট্রদূত চ্যাং জায়ে-বকও নাচছেন ‘নাটু নাটু’ গানের তালে।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ভিডিওর ক্যাপশনে লেখা, নাটু নাটু ডান্স কভার – ভারতের কোরিয়ান দূতাবাস। আমরা আপনাদের সঙ্গে কোরিয়ান দূতাবাসের নাটু নাটু নাচের কভার শেয়ার করতে পেরে বেশ উচ্ছ্বসিত। দূতাবাসের কর্মীদের সঙ্গে কোরিয়ান রাষ্ট্রদূত চ্যাং জায়ে-বক দেখুন নাটু নাটু।

এই ভিডিওটিই নজর কাড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি ভিডিওটি নিজের টাইমলাইনে শেয়ার করে লেখেন, ‘প্রাণবন্ত ও দলের প্রচেষ্টা অসাধারণ।’

এদিকে ভারতের কোরিয়ান দূতাবাসের এই ভিডিওটি তাৎক্ষণিক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি রিঅ্যাকশন ও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।