আমি তারকা নই, তবে মানুষ প্রচণ্ড ভালোবাসে: শিমুল

জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছেন শিমুল শর্মা। এ নাটকের নির্মাতা কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয় করে তিনি এখন সবার কাছে অতি পরিচিতি মুখ।

দর্শকরা মনে করেন, এক ‘ব্যাচেলর পয়েন্ট’-ই শিমুলকে তারকা বানিয়েছে!

তবে শিমুল নিজেকে তারকা মনে করেন না। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমি তারকা নই, তবে হ্যাঁ মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে।

তুমুল আলোচনা তৈরি করে গত শনিবার শেষ হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪। এই সিজনে শুরু থেকে গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন শিমুল। বড়ভাইদের সঙ্গে তার দুষ্টু মিষ্টি খুনসুটি সারাক্ষণ লেগে থাকতো, যা ছিল দর্শকদের কাছে উপভোগ্য। মজার ব্যাপার হচ্ছে, এতে শুধু অভিনয় নয়, অমির সহকারী হিসেবেও কাজ করেছেন শিমুল।

প্রায় একবছর ধরে চলা বিনোদনে ভরপুর সিরিয়ালটি শেষ হওয়া অনেক দর্শক মানতে পারছেন না! এই বিষয়টি শিমুলকেও ভীষণ ভাবে নাড়া দিচ্ছে।

শিমুল বলেন, ”ব্যাচেলর পয়েন্ট’র সবাই একটি পরিবার। বিশেষ করে আমি এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ‘সিজন ‘৪ শেষ হয়ে যাওয়ায় মনে হচ্ছে, আমার ফ্যামিলির কেউ চলে গেল। গত একবছর ধরে আমরা আনন্দ, কষ্ট, শ্রম সবকিছু দিয়ে শুটিং করেছি। আমাদের শুটিংয়ে কোনো পেইন ছিল না। শেষ হয়ে যাওয়ায় ভিতরে ভিতরে কিছু একটা নেই ফিল হচ্ছে। শুটিংয়ের দিনগুলোর জন্য মায়া লাগছে, সবার একসঙ্গে শুটিং খুব মিস করছি।”

নাটকটিতে মারজুক রাসেল, পলাশ, মিশু সাব্বির, চাষী আলমদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে শিমুল দর্শক হৃদয়ে জায়গা নেন। অনেকের কাছে শিমুল এখন তারকা। তবে তিনি বলেন, আমি তারকা নই। তবে মানুষ যেভাবে ভালোবাসে সেটাকে খুব সম্মান দিয়ে গ্রহণ করি। আমিও ভালোবাসা দেয়ার চেষ্টা করি।

”আমি মনে করি, তারকা অন্য জিনিস। এজন্য অনেক শেখার ও পরিশ্রমের ব্যাপার থাকে। সেই সবের তুলনায় আমি এখনও কিছু অর্জন করিনি। ‘ব্যাচেলর পয়েন্ট’ মানুষ গ্রহণ করেছে এর সর্বেসর্বা ক্রেডিট অমি ভাইয়ের। আমি আজ যা পুরোটার ক্রেডিট তার। উনি যেভাবে চেয়েছেন আর্টিস্টরা সেভাবেই চরিত্রগুলো প্লে করেছেন।”

শিমুল আরও বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কারণে মানুষ আমাকে চিনেছে। তাই এখন সবার সঙ্গে বুঝে শুনে চলতে হয়। আমি ঠিক থাকার চেষ্টা করি।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর কারণে পরিচিতি বাড়ায় শিমুলকে নিয়ে অন্যান্য অনেক নির্মাতাই কাজ করতে চাইছেন। কিন্তু তিনি বিনয়ের সঙ্গে না করছেন।

কেন? উত্তরে শিমুল বলেন, শুরু থেকে নির্মাতা হতে চেয়েছিলাম, এখনও চাই। অভিনয় এখনও ঠিকভাবে শিখতে পারিনি। শেখার চেষ্টা করে যাচ্ছি। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ যেভাবে কাজ করি, বাইরে আমার অভিনয় সেভাবে মানুষের কাছে ভালো নাও লাগতে পারে। পরিচিত ভাই-ব্রাদার অনেকেই আমাকে তাদের কাজে নিতে চান। কিন্তু আমার করা হয় না। কারণ, আমি অত বড় অ্যাক্টর না। আরেকটু ম্যাচিউর হই হয়তো তখন দেখা যাবে।