ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। গত কয়েক বছর চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি।
এছাড়া ব্যাক্তিগত জীবনে ভাল মন্দ যে কোন কথায় ট্রলের স্বীকার হতে দেখা গেছে এই অভিনেতাকে। এছাড়া নিজের দেশের সিনেমা বলিউডে চালানোর কথা বলে আবারও নতুন করে ট্রলের স্বীকার হতে দেখা যায় তাকে।
কেউ কেউ বলছেন, জায়েদ খানের সিনেমা দেশের বাইরে চালানোর জন্য এমন পায়তারা করছেন তিনি। আবার অনেকেই তুলনা করছেন ‘পাঠান’ ছবির জায়েদ খান ভার্সন নামকরণ করে শাহরুখ খানের পোস্টারে গলা কেটেও ইংরেজিতে ‘এন’ বাদ দিয়ে ‘পাঠা’ নাম জুড়ে দিয়েছেন!
তার ইডিট করা পোস্টারটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে তাকে একাধিকবার ফোন করলেও কথা বলতে রাজি হননি, এমনকি কারও মন্তব্যেও পাত্তা দিতে দেখা যায়নি এই নায়ককে।
জায়েদ খান মনে করেন, হিন্দি ছবি আমদানির ফলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে।এই অভিনেতা বলেন, আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। ভালো সিনেমা হচ্ছে। হল বাঁচাতে হলে আমাদের ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাঁচবে। হিন্দি ছবি মুক্তি দিলে আমাদের দেশীয় সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে।
এছাড়া পাঠান’-এর মতো বাজেটের সিনেমার সঙ্গে বাংলাদেশের সিনেমা লড়াই করতে পারবে না। ফলে ধীরে ধীরে বাংলাদেশের সিনেমা, সুন্দর গল্পের ছবিগুলো মুখ থুবড়ে পড়বে বলে মনে করেন জায়েদ খান।