শীর্ষে পৌঁছে শাস্তি পেলেন শান্ত

ব্যাট হাতে দুরন্ত ফর্মে আছেন নাজমুল হোসেন শান্ত। চলতি বিপিএলে ব্যাট হাতে নিজ দল সিলেট স্ট্রাইকার্সকে দারুণ জয় এনে দিচ্ছেন জাতীয় দলের এই ক্রিকেটার। ইতোমধ্যে ব্যাট হাতে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে গেছেন এই ব্যাটসম্যান।

ব্যাট হাতে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় জায়গা করে নেওয়ার দিন শাস্তি পেতে হলো শান্তকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলার পর এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হলো এই ক্রিকেটারের নামের পাশে।

কেবল ডিমেরিট পয়েন্ট নয়, শান্তকে অফিসিয়ালি তিরস্কার করা হয়েছে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে শান্ত ৬০ রানের দারুণ এক কার্যকর ইনিংস খেলে দলের জয়ে সহায়তা করেছিলেন। ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন এই ক্রিকেটার। তবে এদিন ব্যক্তিগত ৬০ রানে আউট হয়ে খুশি ছিলেন না শান্ত।

বরং খেলা শেষ করে আসতে না পারায় মেজাজ হারিয়ে বসেন এই ক্রিকেটার। আউট হয়ে মাঠ ছাড়ার মুহূর্তে রাগ করে নিজের হেলমেট মাটিতে সজোরে ছুড়ে মারেন শান্ত, যা চোখ এড়ায়নি মাঠের আম্পায়ারদের।

তারা ম্যাচ শেষে ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে অভিযোগ করেন। বিসিবির কোড অব কন্ডাক্টের ২.২ ধারার নিয়ম ভঙ্গ করায় এই ক্রিকেটারকে তিরস্কারের পাশাপাশি এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। বিসিবির কোড অব কন্ডাক্টে আছে, ইচ্ছাকৃত কেউ ক্রিকেটীয় উপকরণের ক্ষতিসাধন করলে তার শাস্তি হবে।

এদিন অবশ্য ব্যক্তিগত অর্জনে শীর্ষে উঠেছেন শান্ত। চলতি বিপিএলে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শান্ত নিজেকে নিয়ে গেছেন সবার উপরে। ৯ ম্যাচের ৯ ইনিংসে ব্যাটিং করে শান্তর সংগ্রহ ৩৫০ রান। ৫০ গড় এবং ৩ ফিফটি নিয়ে শান্ত এখন সবার উপরে। তার পরের জায়গায় আছেন সাকিব আল হাসান। এই ক্রিকেটারের রান ৩০৬।