নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে বিয়ের ৫ বছরের মাথায় বিচ্ছেদের পথে হেঁটেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী জাকিয়া বারি মম।
২০২০ সালের সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদ হয়। কিন্তু বিচ্ছেদের দুই বছর পার হয়ে গেলেও বিষয়টি গোপনই রেখেছিলেন এই জুটি।
সম্প্রতি মম জানিয়েছেন, বিচ্ছেদের পথে হেঁটেছেন তারা। মম বলেন, ‘অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে?
অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।’
এসময় ডিভোর্সের জন্য শিহাব শাহীনকে ধন্যবাদও জানান এই অভিনেত্রী। তিনি আমাকে ডিভোর্স দিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ। কারণ তিনি আমাকে মুক্ত ও স্বাধীন করে দিয়েছেন। আমি তার মঙ্গল কামনা করছি।
এ বিষয়ে শিহাব শাহীন বললেন, ‘আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না। কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করে যেতে চাই। তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে।’
২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের বিয়ে হয়। এর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। এটি মমর তৃতীয় বিয়ে হলেও শিহাব শাহীনের দ্বিতীয়।
এর আগে ২০১০ সালে নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে। তারও আগে হাবিব নামের একজনের সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেত্রী মমর। সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি।