মেট্রো রেলে চড়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন ভিক্ষুক জাকির

শারীরিক প্রতিবন্ধী জাকির ভিক্ষা করেন মোহাম্মদপুরের আদাবরে। প্রতিবন্ধী হলেও শারীরিক মানসিক তেজ ভীষণ। জেনেছেন দেশে মেট্রো রেল চালু হতে যাচ্ছে।

আর তাই অপেক্ষা করছিলেন, খুবই আগ্রহ মেট্রো রেলে চড়ার জন্য।

এজন্য ভিক্ষা করে টাকা জমিয়েছেন, আজ বৃহস্পতিবার আগারগাঁও এসে ভিক্ষার জমানো টাকা দিয়ে টিকিট করেছেন। তারপর উঠেছেন ট্রেনে। প্রথমবার মেট্রো রেলে চড়ে ভীষণ খুশি জাকির।

নিজের খুশির কথা প্রকাশ করলেন সাংবাদিকদের কাছে। তাঁকে অনেকে ভিক্ষা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু জাকির কোনো ভিক্ষা নেননি। তার ভাষ্য, ‘আমি ঘুরতে আইছি, ভিক্ষা নিব না। ’

জানালেন, টিকিট কেটেছেন ৬০ টাকা দিয়ে। এতে তাঁর কোনো কষ্টই হয়নি। জাকির বলেন, ‘আমার কোনো কষ্টই লাগতেছে না। আমি একজন প্রতিবন্ধী হয়ে সবার সঙ্গে দেখতে পারতেছি। সরকারকে ধন্যবাদ দিচ্ছি, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, তিনি সবার জন্য সমান অধিকার করেছেন। ’

জাকির বেশ গর্বের সঙ্গে বলেন, ‘আপনাদের সঙ্গে আমিও টিকিট কেটে এক ট্রেনে উঠতে পেরেছি, এটাই তো আমার বড় কিছু।

আমি একজন মিসকিন, এটাই আমার পরিচয় কিন্তু তারপরেও আপনাদের সঙ্গে ট্রেনে উঠতে পারছি। এতে নিজেকে অনেক আনন্দিত মনে হলো। ’

মেট্রো রেলের টিকিট করতেও কোনো সমস্যা পড়তে হয়নি জাকিরকে। খুব সহজেই টিকিট করেছেন। ২৮ ডিসেম্বর বাংলাদেশ মেট্রো রেলের যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের সূচনা করেন।