নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পর্দায় তাদের জুটি বেশ নজর কেড়েছে। বাস্তব জীবনেও দুজনের মধ্যে বেশ সখ্যতা রয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) তাসনিয়া ফারিণের জন্মদিন। প্রিয় বন্ধুর জন্মদিনের প্রথম প্রহরেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন তৌসিফ। সোশ্যাল মিডিয়ায় দুজনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি।
ফারিণের উদ্দেশে তৌসিফ লিখেছেন, ‘শুভ জন্মদিন তাসনিয়া ফারিণ (সঙ্গে লাভের ইমোজি)। যেদিন প্রথম আমাদের সাক্ষাৎ হয়, সেদিনই আমি বুঝে গিয়েছিলাম যে, তুমি পুরো বাংলাদেশের জন্যই বিশেষ একজন হতে চলেছ।
এরপর আস্তে আস্তে যত দেখেছি, তত জানতে পেরেছি তুমি শুধুমাত্র একজন অসাধারণ অভিনেত্রীই নও; তুমি একজন ভালো বন্ধু, একজন ভালো মানুষও। দিনদিন তোমার অগ্রযাত্রায় তোমার একজন শুভাকাঙ্খী হিসেবে আমি তাই বেশ খুশি।’
তিনি আরও লেখেন, ‘যেহেতু এখন তুমি দেশের বাইরে আছো, তাই আমাদের দেখা হবে অনেকদিন পর। এ রকম অনেকদিন পর যখন আমাদের দেখা হয়, তখন তুমি বলো আমি নাকি মোটা হয়ে গেছি আর তুমি শুকিয়ে গেছো! কিন্তু এবার আর সেটা বলার সুযোগ পাচ্ছো না তুমি। কারণ আমি বেশ শুকিয়ে গেছি!’
সবশেষে অভিনেতা লিখেছেন, ‘আমাদের অসংখ্য স্মৃতির মাঝে কিছু স্মৃতির ফলক এখানে তুলে ধরলাম। আশা করি সামনে এমন আরও ভালো সময় কাটবে আমাদের। এই শুভ দিনে অনেক অনেক শুভ কামনা রইল। আর হ্যাঁ, শিগগির দেখা হবে বন্ধু।’