প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে সংযুক্ত আরব আমিরাত গেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। দেশটির দুবাই শহরে স্বামী ও বাবা মাকে নিয়ে তিনি বিবাহবার্ষিকীর দিনটি কাটাবেন বলে জানিয়েছেন।
দেশে ফিরবেন ৮ জানুয়ারি। ফিরে এসে কলকাতায় যাবেন। সেখানে চিত্রনায়ক জিৎ-এর সঙ্গে ‘মানুষ’ নামে একটি সিনেমার শুটিং করবেন। এ সিনেমার প্রথম লটের শুটিং মাসখানেক আগে সম্পন্ন করেছেন।
বিবাহবার্ষিকী ও কলকাতার সিনেমা প্রসঙ্গে মিম বলেন, ‘কিছুটা বিরতি পেয়েছি, তাই ভাবলাম বিবাহবার্ষিকীটা দুবাইতেই উদযাপন করি। বাবা মাকেও সঙ্গে নিয়েছি।
কয়েকদিন সেখানে ঘুরে বেড়াব। আর কলকাতার সিনেমাটির বেশিরভাগ অংশের কাজ শেষ হয়েছে। এবার টানা শুটিং করব। আশা করছি দারুণ একটি প্রজেক্ট দর্শকদের উপহার দিতে পারব।’
এদিকে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’ নামে একটি প্রতিষ্ঠান বছরজুড়ে দেশের সেরা নায়িকার খোঁজে একটি জরিপ চালিয়েছে। সে জরিপে বর্ষসেরা নায়িকা হিসাবে দর্শক মিমকে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সাংবাদিক অভি মঈনুদ্দীন। চলতি বছর ‘পরান’ সিনেমার সাফল্যের জন্য তার ঝুলিতে সেরার তকমা জমা হয়েছে বলে জানা গেছে।